মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

মামলার নথি পুলিশের পরিবর্তে আদালতে রাখার আদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দায়ের করা মামলার সমস্ত কাগজপত্র বা নথিপত্র পুলিশের পরিবর্তে আদালতের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয় বলে জানান সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, বাবুল আক্তারের দায়ের করা মামলার সব কাগজপত্র জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে বাবুল আক্তারের দায়ের করা মামলায় আদালতে ১৬৪ ধারার জবানবন্দি ও মামলার ফাইনাল রিপোর্টসহ সব কাগজপত্র জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশ দিয়েছে। অন্যদিকে আরেকটি আবেদনে বাবুল আক্তারকে আসামি করার মামলার সহি-মুহুরি নকল প্রদানেরও আদেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর