শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন আহ্বান

জমা দেওয়া যাবে ৩০ নভেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর স্বাধীনতা পুরস্কার দিতে মনোনয়ন প্রস্তাব আহ্বান করছে সরকার। ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করে সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে আবেদন জমা দিতে হবে। এতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সাহিত্যসহ মোট ১৩টি ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সাল থেকে সরকার স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করছে। সব মন্ত্রণালয়/বিভাগ এবং ইতিপূর্বে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সুধীজনের কাছ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণে নির্ধারিত ছকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়ে থাকে। এ সংক্রান্ত এক চিঠিতে স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর