শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
এক নজরে

জিয়া ছিলেন পাকিস্তানের এজেন্ট ও গুপ্ত ঘাতক : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট ও গুপ্তঘাতক। বাংলাদেশ ও বাংলাদেশের মাটিকে কোনো দিনও বিশ্বাস করেনি জিয়া ও খালেদা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় খুনি জিয়ার কোনো স্মৃতি জাদুঘর থাকবে না। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত কোনো জাদুঘর জিয়ার নামে থাকতে পারে না। তাই চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউসে জিয়ার নামে চলা জাদুঘর সরিয়ে ফেলা হবে, সেই ভবনকে পুনরায় সার্কিট হাউসে পরিণত করা হবে। গতকাল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি বাংলার ইতিহাসের কালো অধ্যায়। দেশকে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্তির ধাপে নিয়ে যেতে হলে এই শত্রুকে ধ্বংস করতে হবে। বিএনপি এখন ইতিহাসের ডাস্টবিন, ময়লার টিন, ইতিহাসের ভাগাড়। এ ডাস্টবিন নিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারব না। খালেদা জিয়ার চক্রান্ত এখনো অব্যাহত আছে।   কোনো খুনিকে বাংলাদেশের রাজনীতিতে হালাল হতে দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস আছে। তিনি নিজের অর্থায়নে পদ্মা সেতুসহ অনেক অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়ে সেটি প্রমাণ করেছেন। বর্ধিত সভায় পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর