মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্স হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে উপহার হিসেবে ১০৯টি উন্নত মানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। রাজধানীর তেজগাঁওয়ের সিএমএসডি’তে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে অ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম ও সিএমএসডির পরিচালক আবু হেনা মোর্শেদ জামান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যেকোনো দুঃসময়ে পরীক্ষিত বন্ধু রাষ্ট্র ভারতই সবার আগে বাংলাদেশের পাশে দাঁড়ায়। এই দুঃসময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে ১০৯ টি উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স উপহার দিয়ে বাংলাদেশের প্রতি ভারতের ভালোবাসার আরেকটি নজির স্থাপন করেছেন। অ্যাম্বুলেন্সগুলো নিঃসন্দেহে দেশের হাসপাতালগুলোর সক্ষমতা আরও বেশি বৃদ্ধি করবে।’ ভারতের উপহারের অ্যাম্বুলেন্সের পাশাপাশি দেশের হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট আরও ২১টি এবং উপজেলা হেলথ কেয়ারের অপারেশন প্লান থেকে আরও ৬০টি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অ্যাম্বুলেন্সগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা উত্তর সিটি কভিড ডেডিকেটেড হাসপাতালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালের পরিচালক ও প্রতিনিধিদের হস্তান্তর করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর