কমিটি গঠন নিয়ে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের বিএনপির রাজনীতি। করোনা প্রাদুর্ভাব পরবর্তী বিএনপির কার্যক্রমকে চাঙা করতে তিন ইউনিট চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্র। এর উদ্যোগ নেওয়ার পর থেকে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপির অন্তঃকোন্দল। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘সব নেতার অনুসারীদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করতে চট্টগ্রামের বিভিন্ন ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশনা পেয়ে এরই মধ্যে তারা কাজও শুরু করেছে।’ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে থানা ও পৌরসভা কমিটি গঠনের চেষ্টা চলছে। সব নেতাদের অনুসারীদের সঙ্গে সমন্বয় করে কমিটি ঘোষণা করা হবে।’ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘থানা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় হচ্ছে কমিটি নিয়ে। মতবিনিময় শেষ হওয়ার পর মহানগরের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন করা হবে।’ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘এরই মধ্যে উপজেলা এবং পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এখন পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।’ জানা যায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির রাজনীতি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে।
শিরোনাম
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
ফের চাঙা অন্তঃকোন্দল
কমিটি নিয়ে সরগরম হচ্ছে চট্টলার বিএনপি
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর