কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য তিন প্রার্থী হলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন, স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও ন্যাপের মো. মনিরুল ইসলাম। গতকাল সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে সঙ্গে নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। এ সময় সাবেক এমপি প্রয়াত আলী আশ্রাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকসী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, নির্বাচিত হলে প্রয়াত এমপি অধ্যাপক আলী আশ্রাফের অসমাপ্ত কাজ সমাপ্ত করব। তিনি বলেন, পুরো চান্দিনার সবাই ঐক্যবদ্ধ। নৌকার বিজয় মানে চান্দিনাবাসীর বিজয়। এ লক্ষ্যে সবাই কাজ করছে। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম। তিনি বলেন, ‘একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করি। এটা জাতীয় নির্বাচন নয় যে, প্রার্থী হারলে ক্ষমতা চলে যাবে।’ এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক ওবায়েদুল কবির মোহন, কুমিল্লা মহানগরের সদস্য সচিব কাজি নাজমুন ছোট্টু, যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আলম সেলিম, দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক এম এস গোলাম বায়েজিদ প্রমুখ। নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, গতকাল ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও স্বতন্ত্র মিলিয়ে চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি অধ্যাপক আলী আশ্রাফ ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এ আসন শূন্য ঘোষণা করা হয়। ৭ অক্টোবর এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
শিরোনাম
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করলেন ট্রেসি অ্যান জ্যাকবসন
- পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন