কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য তিন প্রার্থী হলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন, স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও ন্যাপের মো. মনিরুল ইসলাম। গতকাল সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে সঙ্গে নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। এ সময় সাবেক এমপি প্রয়াত আলী আশ্রাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকসী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, নির্বাচিত হলে প্রয়াত এমপি অধ্যাপক আলী আশ্রাফের অসমাপ্ত কাজ সমাপ্ত করব। তিনি বলেন, পুরো চান্দিনার সবাই ঐক্যবদ্ধ। নৌকার বিজয় মানে চান্দিনাবাসীর বিজয়। এ লক্ষ্যে সবাই কাজ করছে। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম। তিনি বলেন, ‘একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করি। এটা জাতীয় নির্বাচন নয় যে, প্রার্থী হারলে ক্ষমতা চলে যাবে।’ এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক ওবায়েদুল কবির মোহন, কুমিল্লা মহানগরের সদস্য সচিব কাজি নাজমুন ছোট্টু, যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আলম সেলিম, দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক এম এস গোলাম বায়েজিদ প্রমুখ। নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, গতকাল ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও স্বতন্ত্র মিলিয়ে চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি অধ্যাপক আলী আশ্রাফ ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এ আসন শূন্য ঘোষণা করা হয়। ৭ অক্টোবর এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
কুমিল্লা-৭ উপনির্বাচন
মনোনয়নপত্র জমা চার প্রার্থীর
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর