কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য তিন প্রার্থী হলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন, স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও ন্যাপের মো. মনিরুল ইসলাম। গতকাল সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে সঙ্গে নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। এ সময় সাবেক এমপি প্রয়াত আলী আশ্রাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকসী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, নির্বাচিত হলে প্রয়াত এমপি অধ্যাপক আলী আশ্রাফের অসমাপ্ত কাজ সমাপ্ত করব। তিনি বলেন, পুরো চান্দিনার সবাই ঐক্যবদ্ধ। নৌকার বিজয় মানে চান্দিনাবাসীর বিজয়। এ লক্ষ্যে সবাই কাজ করছে। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম। তিনি বলেন, ‘একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করি। এটা জাতীয় নির্বাচন নয় যে, প্রার্থী হারলে ক্ষমতা চলে যাবে।’ এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক ওবায়েদুল কবির মোহন, কুমিল্লা মহানগরের সদস্য সচিব কাজি নাজমুন ছোট্টু, যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আলম সেলিম, দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক এম এস গোলাম বায়েজিদ প্রমুখ। নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, গতকাল ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও স্বতন্ত্র মিলিয়ে চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি অধ্যাপক আলী আশ্রাফ ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এ আসন শূন্য ঘোষণা করা হয়। ৭ অক্টোবর এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
শিরোনাম
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার