কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য তিন প্রার্থী হলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন, স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও ন্যাপের মো. মনিরুল ইসলাম। গতকাল সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে সঙ্গে নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। এ সময় সাবেক এমপি প্রয়াত আলী আশ্রাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকসী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, নির্বাচিত হলে প্রয়াত এমপি অধ্যাপক আলী আশ্রাফের অসমাপ্ত কাজ সমাপ্ত করব। তিনি বলেন, পুরো চান্দিনার সবাই ঐক্যবদ্ধ। নৌকার বিজয় মানে চান্দিনাবাসীর বিজয়। এ লক্ষ্যে সবাই কাজ করছে। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম। তিনি বলেন, ‘একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করি। এটা জাতীয় নির্বাচন নয় যে, প্রার্থী হারলে ক্ষমতা চলে যাবে।’ এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক ওবায়েদুল কবির মোহন, কুমিল্লা মহানগরের সদস্য সচিব কাজি নাজমুন ছোট্টু, যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আলম সেলিম, দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক এম এস গোলাম বায়েজিদ প্রমুখ। নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, গতকাল ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও স্বতন্ত্র মিলিয়ে চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি অধ্যাপক আলী আশ্রাফ ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এ আসন শূন্য ঘোষণা করা হয়। ৭ অক্টোবর এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
শিরোনাম
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর