সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আড়াই বছরেও মেলেনি রাবার বোর্ডের নিজস্ব কার্যালয়

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

বাংলাদেশ রাবার বোর্ড বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন থেকে পৃথক হয় প্রায় আড়াই বছর আগে। কিন্তু এখনো মেলেনি নিজস্ব কার্যালয়। ফলে ভাড়া করা একটি ভবনেই চলছে অফিসের কার্যক্রম। বর্তমানে নগরের ষোলশহর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের অভ্যন্তরীণ এলাকার পাহাড়ের চূড়ায় একটি ভবনে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে বাবার বোর্ডের কার্যালয় ছিল নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বিএফআরআইর রেস্টহাউসে। জানা যায়, দেশে রাবার চাষ সম্প্রসারণ, লাভজনক ও চাষিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার বাংলাদেশ রাবার বোর্ড আইন-২০১৩ (২০১৩ সালের ১৯ নম্বর আইন) অনুবলে ৫ মে ২০১৩ সালে বাংলাদেশ রাবার বোর্ড প্রতিষ্ঠিত করে। এরপর ২০১৯ সালের ৩০ এপ্রিল থেকে আলাদা দফতর হিসেবে যাত্রা শুরু হয়। এর আগে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সঙ্গে রাবার বোর্ডের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু আড়াই বছর পার হলেও নিজস্ব কার্যালয় পায়নি বাংলাদেশ রাবার বোর্ড। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) থেকে ভাড়া করা একটি ভবনে রাবার বোর্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সৈয়দা সারওয়ার জাহান বলেন, ‘রাবার বোর্ডের নিজস্ব কোনো কার্যালয় নেই। বর্তমানে ভাড়া করা একটি ভবনে নিয়মিত কার্যক্রম চলছে। তবে নিজস্ব ভবনের জন্য জায়গা বাছাই করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলে নিজস্ব ভবনের নির্মাণকাজ শুরু হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর