সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পরীর পাহাড়ের ঘটনায় ধৈর্য ধারণের আহ্বান আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে অবস্থিত পরীর পাহাড়ের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ ও নতুন ভবন নির্মাণের উদ্যোগের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সচিবালয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে আইনমন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসনের বক্তব্যও শুনবেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করবেন। সে পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি। আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও যুগ্ম সচিব হাবিবুর রহমান জিন্নাহ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুজিবুল হক, চট্টগ্রাম জেলা পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী ও মেট্রোপলিটান পিপি ফখরুদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা জিপি নাজমূল আহসান খান আলমগীর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী ও রতন কুমার রায় এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের গত ১৯ সেপ্টেম্বর দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, পরীর পাহাড়ে থাকা ৩ শতাধিক স্থাপনার মধ্যে ১৩৫টিই অবৈধ। যার মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভবনগুলো অবৈধ ও ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় পরিবেশ অধিদফতর, প্রত্নতত্ত্ব অধিদফতর এবং বাংলাদেশ ব্যাংক থেকেও পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও গত ১৩ সেপ্টেম্বর পরীর পাহাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নতুন স্থাপনা নির্মাণ না করতে নির্দেশনা জারি করা হয়েছে। একই ধারাবাহিকতায় গতকাল সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর