মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্থানীয় নির্বাচন কলুষিত করা হচ্ছে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় নির্বাচন কলুষিত করা হচ্ছে : পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, স্থানীয় নির্বাচনকে কলুষিত করা হচ্ছে। তিনি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুকের ওপর সরকারদলীয় প্রার্থী বাদল বাহিনীর নির্মম ও বর্বরোচিত হামলা করে সরকার আবারও প্রহসনের নির্বাচন দিয়ে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, সরকারদলীয় প্রার্থীর পরাজয় নিশ্চিত তা বুঝতে পেরে চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে। সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের মনোনয়ন দিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে। তিনি বলেন, হাতপাখার প্রার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে। প্রার্থিতা প্রত্যাহারে চাপপ্রয়োগ করে নির্বাচনী ব্যবস্থাকে আবারও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তিনি বলেন, কাশিপুরে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারী বাদল বাহিনীর সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। তিনি বলেন, মানুষ ভোট দেওয়াই ভুলে যাচ্ছে।

তাই ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সরকারের সদিচ্ছা থাকলে দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি সম্ভব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর