রাজধানীর শ্যামলীতে জনবহুল সড়কে প্রকাশ্যে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে (৭২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সাইফুল ও জাকির নামের দুজনকে গ্রেফতার করেছে র্যাব-২। গত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে এই খুনের ঘটনা ঘটে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। র্যাব জানায়, বৃহস্পতিবার আদাবর থানা এলাকার শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে।
পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করা হয়।