শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

খুলনায় খাদ্যগুদাম থেকে চাল চুরির মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ফুলতলা সরকারি খাদ্যগুদাম থেকে চাল চুরির নেপথ্যে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। তবে চাল চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি খাদ্যগুদাম পরিদর্শন ও সেখানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য গ্রহণ করেছে। জানা যায়, ১৬ নভেম্বর ফুলতলার সদর ইউনিয়নে সরকারি কর্মসূচির আওতায় ৫১২ বস্তা ভিজিডি চাল দেওয়ার সময় গুদাম শ্রমিকরা গুদাম থেকে অতিরিক্ত দুই মেট্রিক টন চাল বের করে। পরে ওই চাল বিক্রির জন্য নেওয়ার পথে যুগ্নিপাশা এলাকায় জনতার হাতে আটক হয়। এদিকে এ ঘটনায় নসিমন চালক শহিদুল জমাদ্দার, গুদাম শ্রমিক আইয়ুব আলী ও অভয়নগরের চাল ব্যবসায়ী মো. আল আমিনকে আসামি করে মামলা হয়েছে।

এদের মধ্যে শহিদুল ও আইয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. বাবুল হোসেন বলেন, গুদামের চাল চুরির ঘটনায় সহকারী খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্ম দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা এরই মধ্যে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করেছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর