রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ কমিউনিটি প্যারামেডিক্স

নিজস্ব প্রতিবেদক

দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার গুণগত মান পরিবর্তনে কমিউনিটি প্যারামেডিক্সের গুরুত্ব রয়েছে। তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ লোকবলের অভাব রয়েছে। ফলে গ্রামের বাসিন্দাদের অদক্ষ সেবাদানকারীর ওপর নির্ভর করতে হয়। এ অবস্থার উত্তরণে প্রশিক্ষত ও দক্ষ কমিউনিটি প্যারামেডিক্সের গুরুত্ব অনস্বীকার্য। গতকাল গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কমিউনিটি প্যারামেডিক্সের গুরুত্ব শীর্ষক জাতীয় পরামর্শক সভায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন,  সুইস কন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান, সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার বিপাশা হোসেন, আস্থার সিনিয়র ম্যানেজার ইন্টারভেনশন মো. রেজাউল করিম প্রমুখ।

আলী নূর বলেন, তৃণমূল স্বাস্থ্যসেবায় কমিউনিটি প্যারামেডিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ হওয়ার পর তার চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কমিউনিটি প্যারামেডিকদের উচিত হবে রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা করা। মুজিবুল হাসান সারা বাংলাদেশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপপের গুরুত্ব তুলে ধরেন এবং একই সঙ্গে একে শক্তিশালীকরণে সুইস কন্টাক্টের সহায়তার কথা তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর