শিরোনাম
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

তিতাস গ্যাসের সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

বিশেষ প্রতিনিধি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক বিক্রয় সহকারী ও সিবিএ সাধারণ সম্পাদক ফারুক হাসানের বিরুদ্ধে গতকাল মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা মূল্যের সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অবৈধ পন্থায় বেনামে অর্জনপূর্বক তা নিজেদের দখলে রাখার অপরাধে এ মামলা করা হয়। দুদকসূত্র জানান, ফারুক হাসানের বোন মিসেস তামান্না বানুর নামে ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার বাড়ি-১২, সড়ক-৩ ঠিকানায় একটি অ্যাপার্টমেন্ট, উত্তরায় একটি অ্যাপার্টমেন্ট, গুলশানের রোড-১১৭-এর সিইএস(সি)-১৩ নম্বর প্লটে ৯ দশমিক ৮৬ কাঠার জমি ১ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৪৩০ টাকায় কেনেন।

ওই জমিতে ১০ তলা বিল্ডিং নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যার নির্মাণ ব্যয় প্রায় ১০ কোটি টাকা। তার বোন মিসেস তামান্না বানু সপরিবারে আমেরিকায় বসবাস করেন। তিনি বাংলাদেশে আসেন না এবং আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর কোনো তথ্য অনুসন্ধানকালে পাওয়া যায়নি। বর্ণিত দুটি ফ্ল্যাটের ভাড়া আদায়, দেখাশোনা এবং গুলশানের বাড়িটির নির্মাণের সম্পূর্ণ কার্যক্রম আসামি ফারুক হাসান করছেন মর্মে সরেজমিন দেখা যায়। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট ১ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৪৩০ টাকার সম্পদ তিনি বেনামে তার আমেরিকাপ্রবাসী বোন মিসেস তামান্না বানুর নামে অবৈধ পন্থায় অর্জন করেছেন এবং তার কর্তৃক বেনামে অর্জিত সম্পদ তার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মর্মে প্রতীয়মান হওয়ায় তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর