রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শেবাচিমে ১১ দিন ধরে বিকল আরটি-পিসিআর মেশিন

আরেকটি নতুন মেশিন চালু হচ্ছে না যন্ত্রাংশের অভাবে

রাহাত খান, বরিশাল

শেবাচিমে ১১ দিন ধরে বিকল আরটি-পিসিআর মেশিন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) আরটি-পিসিআর মেশিনটি ১১ দিন ধরে বিকল। এদিকে আগস্টে মেডিকেল কলেজে পাঠানো উচ্চক্ষমতাসম্পন্ন দ্বিতীয় আরটি-পিসিআর মেশিনটিও আনুষঙ্গিক যন্ত্রপাতির অভাবে চালু করা যাচ্ছে না। এ কারণে পুরনো আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। বরিশালে সংগৃহীত করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ভোলার আরটি-পিসিআর ল্যাবে। এতে রিপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে আবার বাড়ছে রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। গত বছর ৮ এপ্রিল শেরেবাংলা মেডিকেল কলেজে দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম আরটি-পিসিআর ল্যাব চালু করা হয়। প্রাদুর্ভাবের সময় মেডিকেল কলেজসহ বিভাগের অন্যান্য জেলা থেকে গড়ে প্রায় ৫০০ নমুনা সংগ্রহ হতো। কিন্তু মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দৈনিক গড়ে প্রায় ২০০ নমুনা পরীক্ষা করা হতো। বাকিগুলো পাঠানো হতো ঢাকায়। এ কারণে রিপোর্ট পেতে বিলম্ব হতো। এ অবস্থায় নমুনা পরীক্ষার জট কমাতে গেল আগস্টে স্বাস্থ্য অধিদফতর থেকে উচ্চক্ষমতাসম্পন্ন একটি আরটি-পিসিআর মেশিন সরবরাহ করা হয় শেরেবাংলার আরটি-পিসিআর ল্যাবে। ওই মেশিনটি চালু হলে দৈনিক গড়ে ৭ শতাধিক নমুনা পরীক্ষা করা সম্ভব হতো। কিন্তু পাওয়ার সাপ্লাইসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি না থাকায় পাঁচ মাসেও মেশিনটি চালু করা যায়নি। এদিকে মেডিকেল কলেজের ল্যাবে সর্বপ্রথম স্থাপিত সচল একমাত্র মেশিনটি ৮ আগস্ট অচল হয়ে যায়। এ কারণে হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রতিদিন সংগৃহীত প্রায় ১০০ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ভোলার আরটি-পিসিআর ল্যাবে।

শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের প্রধান ডা. আকবর কবির জানান, পিসিআর মেশিনটি ৮ আগস্ট অচল হয়ে যায়। মেশিনটির ওয়ারেন্টি টাইম এক বছরও অতিবাহিত হয়েছে। তার পরও সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিস মার্কেটিং কোম্পানিকে (ওএমসি) জানানো হয়। তারা বলেছে মেশিনের এলইডি প্যানেল অথবা সার্কিট নষ্ট হয়ে গেছে। বিষয়টি প্রথমে মৌখিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে একাধিকবার চিঠি দিয়ে মেশিনটি সচল করার জন্য স্বাস্থ্য অধিদফতরে চিঠি দেওয়া হয়। সবশেষ গতকালও এ বিষয়ে ফোনে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। পিসিআর মেশিন সচল করার জন্য সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের কাছেও চিঠি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর