শিরোনাম
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে সংক্রমণ

প্রতিদিনই নতুন নতুন রেকর্ড, বাড়ছে মৃত্যু

প্রতিদিন ডেস্ক

নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে সংক্রমণ

নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে সংক্রমণ। প্রতিদিনই গড়ছে নতুন নতুন রেকর্ড, বাড়ছে মৃত্যু। করোনা সংক্রমণের রেড জোনে বা অধিক ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় উঠে এসেছে রাজশাহী। জনসংখ্যা অনুপাতে আক্রান্তের আধিক্য বিবেচনায় খুলনা বিভাগের আট জেলাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল, রংপুর সর্বত্রই সংক্রমণের ঊর্ধ্বগতি।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, এ জেলায় প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। রাজশাহীর স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে মঙ্গলবার রাজশাহীর দুটি ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪১ আর রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আগের দিন সোমবার রাজশাহীর দুটি ল্যাবে ২০২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৬২ জনের; যা নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩০ দশমিক ৬৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, খুলনা বিভাগে প্রতিদিনই আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ হারে করোনা শনাক্ত হচ্ছে। ১১ জানুয়ারি ১০ জেলায় ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৫১ জন। শনাক্তের হার ছিল ৮ দশমিক ০৪। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার বেড়ে ২৬ দশমিক ৩১ হয়েছে। এদিকে জনসংখ্যা অনুপাতে আক্রান্তের আধিক্য বিবেচনায় খুলনা বিভাগের আট জেলাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এর মধ্যে রেড জোনে রয়েছে যশোর ও কুষ্টিয়া। ইয়েলো জোনে খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা, নড়াইল। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে গতকাল এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ওই সময় যশোর জেলায় ১১ দশমিক ২১ ও কুষ্টিয়ায় ১১ দশমিক ৩৮ শতাংশ সংক্রমণ ছিল; যা বর্তমানে আরও বেড়েছে। গতকাল এক দিনে ১ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৮৫ জন করোনা শনাক্ত হন। শনাক্তের হার ২৬ দশমিক ৩১।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯২টি নমুনা পরীক্ষায় ৯৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয়সূত্রে জানা যায়, চট্টগ্রামে ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার এক দিনেই আক্রান্ত হন ৯৮৯ জন। এর মধ্যে মহানগরে ৮২৯ আর ১৫ উপজেলায় ১৬০ জন। ইতোমধ্যে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ১ লাখ ৭ হাজার ৪৪৬ জন। এর মধ্যে মহানগরে ৭৮ হাজার ২৬৭ আর উপজেলায় ২৯ হাজার ১৭৯ জন। ইতোমধ্যে মোট মারা গেছেন ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে মহানগরে ৭২৭ আর উপজেলায় ৬১৪ জন।

নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, রংপুর বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৭২ শতাংশ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ মনে করছে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ায় শতভাগ টিকা দেওয়া সম্ভব হবে। এদিকে করোনা সংক্রমণের হার ২১ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। করোনা সংক্রমণর হার প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২১ দশমিক ২৯ শতাংশ। ৪৬৫ জনের পরীক্ষা করে ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৪৯৫ জনের পরীক্ষায় ৫৬ হাজার ১৫৪ জন করোনা শনাক্ত আর সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩৬৭ জন।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশালে করোনা শনাক্তের হার লাফিয়ে বাড়ছে। শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সবশেষ মঙ্গলবার রাতের রিপোর্টে ৭২ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ২৬.৩৮ ভাগ। এর আগে সোমবার রাতের রিপোর্টে ১৭.৭২, রবিবার ১২.২২ ও শনিবার রাতের রিপোর্টে ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর