শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সব প্রতিষ্ঠানকে সেবক করতে জাতীয় সরকার চাই : অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, দেশের সেবকরা এখন শোষকে পরিণত হয়েছে। এই শোষক শ্রেণির হাত থেকে দেশকে মুক্ত করা প্রয়োজন। সেই মুক্তির জন্য আশা করছি, শিগগিরই দেশে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। জাতীয় সরকার এসে দেশের বিধ্বস্ত গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে আবারও সেবক প্রতিষ্ঠানে রূপান্তর করবে। মানুষের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করা হবে। তারপরই দেশে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে।  গতকাল নিউইয়র্কে উড্স-সাইডস এলাকার হলিডে ইন কুইন্স হোটেলে এলডিপির নিউইয়র্ক শাখা নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এলডিপি নিইউইয়র্ক শাখার আহ্বায়ক জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এলডিপির কেন্দ্রীয় মহাসচিব ড. রেদোয়ান আহমদ, নিউইয়র্ক শাখার সদস্য সচিব জাকির হোসেন, সেখানকার স্থানীয় নেতা মোহাম্মদ রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. অলি আহমদ বলেন, যতদিন পর্যন্ত দেশের ভিতরের ভেঙে পড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিক অবস্থানে ফিরে না আসবে, তাদের সেবামূলক কার্যক্রম শুরু করতে না পারবে- ততদিন পর্যন্ত জাতীয় নির্বাচন আয়োজনের কোনো মূল্য নেই। এ জন্য বর্তমান সরকারের বিদায়ের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি জাতীয় সরকার গঠন করতে হবে। সে লক্ষ্য অর্জনে এলডিপিসহ সংশ্লিষ্ট সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে এলডিপির নেতা-কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর