বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৭০ বছরের ভূমি জটিলতা দূর করলেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান এলাকার ১৪.০০৪৬ একর জমি অবমুক্ত করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ ছাড়া ২.৮৬৫৪ একর জমির মধ্যে যেসব জমি বর্তমানে ব্যক্তির দখলে আছে সেসবও অবমুক্ত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। কলাবাগানে অধিগ্রহণকৃত/অধিগ্রহণের জন্য নির্দেশিত কিন্তু ব্যক্তির নামে রেকর্ডকৃত কিংবা দখলে থাকা প্রায় ১৬ একর জমি পূর্বতন মালিকের অনুকূলে শিগগিরই অবমুক্ত করা হবে। গতকাল ধানমন্ডি মৌজার অধিগ্রহণকৃত জমির জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় ভূমিমন্ত্রী এ নির্দেশ দেন। ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। গতকাল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার বা স্বার্থ সংরক্ষণ করা এ সরকারের অঙ্গীকার। জনস্বার্থ বিবেচনায় এর আগে খাসমহাল সংক্রান্ত জটিলতা যা দীর্ঘদিন অনিষ্পন্ন ছিল তা আজ নিষ্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৪৮-৪৯ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন নির্মাণ করতে গণপূর্ত বিভাগের (তৎকালীন সিঅ্যান্ডবি)  অনুকূলে রাজধানীর ধানমন্ডিসহ ৮ মৌজায় ৪৭২.৬৪ একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর ১৯৫৩ সালের ৮ জানুয়ারি গেজেট হয়। কিন্তু প্রত্যাশী সংস্থা ধানমন্ডি মৌজার সিএস ৬৭ নম্বর দাগের অধিগ্রহণকৃত ১৬.৮৭ একর জমির মধ্যে ১৬.০৬ একর জমিতে কোনো সময়ে দখলে যায়নি। দীর্ঘদিন জমির পূর্ব মালিকগণ ওয়ারিশ বা অন্যান্য সূত্রে এ জমিতে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের মাধ্যমে ভোগদখলে আছেন। ১৯৬৮ সালে সরকার ভূমি মালিকদের উচ্ছেদ নোটিশ করলে ভূমি মালিকরা সরকারের উচ্ছেদ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় লাভ করেন। তবে এ জমির মধ্যে কিছু অংশ ব্যক্তির দখলে এবং কিছু অংশ গণপূর্ত বিভাগের দখলে আছে। এ জন্য বিগত ৭০ বছর জমির মালিকগণ এ জমির খাজনা খারিজ বা হস্তান্তর করতে পারছেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর