শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নারীরা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছেন : ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতা ছিলেন বাংলাদেশে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রকৃত পথপ্রদর্শক। সে লক্ষ্য সামনে রেখে নারীরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছে। তিনি গতকাল মহিলাবিষয়ক অধিদফতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ম্যুরাল এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের টেরাকোটা উদ্বোধনের সময় এ কথা বলেন।। তিনি উল্লেখ করেন, জাতির পিতা সদ্যস্বাধীন দেশে নারীর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের চিকিৎসা ও পুনর্বাসন করেন। সেখানে বঙ্গমাতার ছিল অসাধারণ ভূমিকা। বঙ্গমাতা নির্যাতিত নারীদের বিয়ের ব্যবস্থা করেন, তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠার মাধ্যমে মর্যাদাসম্পন্ন আলোকিত জীবন দান করেন। ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, এ প্রজন্মের নারীরা বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে স্থাপিত জাতির পিতা এবং বঙ্গমাতার ম্যুরালের মাধ্যমে বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে জাতির পিতা এবং বঙ্গমাতার যে মহান অবদান তা জানতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়, দফতর, সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর