শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ছুরিকাঘাতে সহকর্মীকে হত্যা, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর বাঘিয়া কালিমাতার মন্দির এলাকায় মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির ছুরিকাঘাতে দিপু হালদার (৪৮) নিহত হয়েছেন। দিপু ওই এলাকার খ্রিস্টান কলোনির রমেন্দ্র নাথ হালদারের ছেলে। তারা দুজনই রংমিস্ত্রির কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্ত কুডুকে আটকাবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুডু ঘটনাস্থল কালিমাতার মন্দিরের সামনে থেকে যাওয়ার সময় দিপু তাকে পাগল বলে উত্ত্যক্ত করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে মানসিক বিকারগ্রস্ত কুডু তার হাতে থাকা ছুরি দিয়ে দিপুুকে আঘাত করে। এ সময় দিপুও কুডুকে মারধর করে। একপর্যায়ে কুডু সড়কে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহতাবস্থায় দুজনকেই শেরেবাংলা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে নিয়ে যান। এ সময় চিকিৎসক আহত দিপুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে হামলার অভিযোগে আটক কুডুকে পুলিশের পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি কুডু ও দিপু দুজনেই মাদকাসক্ত ছিলেন।  তাদের মধ্যে সু-সম্পর্কও ছিল। কুডু মানসিক বিকারগ্রস্ত। নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, অভিযুক্ত কুডুকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর