১১ পেরিয়ে ১২ বছরে পদার্পণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। করোনা সংক্রমণের কারণে সীমিত পরিসরে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। গতকাল সকাল ১০টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ডিন প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবদুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক ড. মো. আবদুল বাতেন চৌধুরী, প্রক্টর ড. মো. খোরশেদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। প্রতি বছর নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হলেও করোনার কারণে এ বছর সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়। তার পরও প্রত্যাশা ও প্রাপ্তিতে সন্তুষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দিবসে একে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। এদিকে দিবসটি পালন উপলক্ষে বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি করা হয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশাল সদর উপজেলার কর্ণকাঠিতে কীর্তনখোলা নদীতীরের ৫০ একর জমির ওপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ২০১২ সালের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের অধীন ২৪ বিভাগে প্রায় ৯ হাজার শিক্ষার্থী রয়েছেন। রয়েছেন ১৯০ জন শিক্ষক, ১০৫ জন কর্মকর্তা ও ১৫৬ জন কর্মচারী।