বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

৮০ বছর পর ধোলাইখালের জমি দখলমুক্ত করল ডিএসসিসি

দুটি দোতলা ভবন ও ৯৫টি অবৈধ দোকান ভাঙা হলো

নিজস্ব প্রতিবেদক

৮০ বছর পর ধোলাইখালের জমি দখলমুক্ত করল ডিএসসিসি

রাজধানীর ধোলাইখাল এলাকায় রায় সাহেব বাজার মোড়ে গতকাল অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন -বাংলাদেশ প্রতিদিন

পুরান ঢাকার ধোলাইখাল মার্কেটে অভিযান চালিয়ে ৮০ বছর পর প্রায় ৪০ শতাংশ জমি দখলমুক্ত করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল রায় সাহেব বাজার মোড়ে দিনব্যাপী অভিযানে দুটি অবৈধ দোতলা ভবন ও ৯৫টি অবৈধ স্থায়ী দোকান ভেঙে ফেলা হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং আফিফা খানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের সিএস-আরএস রেকর্ডীয় মালিকানার জমিটি বিগত ৮০ বছর ধরে একটি মহল সেখানে অবৈধভাবে স্থায়ী ভবন ও দোকান নির্মাণ করে ভোগদখল করে আসছিল। মেয়রের নির্দেশে আজকে সেখানে অভিযান পরিচালনা করি এবং প্রায় ৪০ শতাংশ জমি উদ্ধার করি।’ 

সর্বশেষ খবর