বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে তাপমাত্রার পারদ নামছেই না

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে গত কয়েকদিন ধরে তীব্র গরম। তাপমাত্রার পারদ যেন নামছেই না। তিন দিনের ব্যবধানে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। তারপরেও কমছে না তাপ। এমন পরিস্থিতিতে বৃষ্টিপাতে তেমন সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। এই অস্বস্তির গরমে রোজাদার ছাড়াও কষ্টে দিন কাটছে খেটে খাওয়া দিনমজুরদের। রোদ গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে তাদের। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, গতকাল রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ভ্যানচালক শাহিন জানান, প্রচন্ড রোদ পড়ছে সকাল থেকেই। অভ্যাস হয়ে গেছে; এই রোদ আর গায়ে লাগে না। তার মধ্যেই নিজের কাজ করতে হবে। কাজ না করলে খাব কী? সামনে ঈদ অনেক খরচ আছে। অনেক কিছু কিনতে হবে।

রাজশাহী পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান জানান, সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। দেখা গেছে গত মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি। সোমবার (২৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই দুই দিনই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ছিল। কিন্তু বুধবার হঠাৎ করেই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এক ডিগ্রির বেশি বেড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর