রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

দুই বছর পর ঈদের জামাত হচ্ছে জাতীয় ঈদগাহে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার ঈদের জামাত হবে জাতীয় ইদগাহে। ঈদুল ফিতরের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজে অংশ নিতে পারবেন। গতকাল জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘আমরা ঢাকাবাসী আবারও জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারব। ঢাকাবাসীকে আহ্বান করছি, জাতীয় ঈদগাহ এসে ঈদের নামাজ আদায় করার জন্য। সেই জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।’ তাপস বলেন, সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হবে। আমাদের আয়োজনে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবে। মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় সাড়ে তিন হাজার মহিলা মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর