শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও সব শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। সংগঠনের মহাসচিব শান্ত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। লিখিত বক্তব্যে হারুন অর রশিদ বলেন, আসন্ন বাজেটে বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান, বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু, মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের সুযোগ প্রদান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তকরণ, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং সব শিক্ষাব্যবস্থা জাতীয়করণ শিক্ষকদের দীর্ঘদিনের দাবি। এসব দাবি পূরণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখতে হবে।

সর্বশেষ খবর