বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা
মহানবী (সা.)-কে কটূক্তি

রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গতকালও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরে সংগঠনের এক জরুরি বৈঠকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে মৃত্যুদণ্ড দিতে হবে। দাবি আদায়ে আগামী ২১ জুন ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত আন্দোলনের  গণমিছিল কর্মসূচি পালন করা হবে। তিনি ভারতে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি আবদুুল আজীজ, মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, মুফতি সুলতান মহিউদ্দিন। এছাড়া গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। পরিষদের সভাপতি মুফতি হেমায়েত উল্লাহ কাসেমির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস। বক্তারা অনতিবিলম্বে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সিলেট ও বাগেরহাট থেকেও বিক্ষোভ-সমাবেশের খবর পাওয়া গেছে। সিলেটে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নগরীর কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করে। বাগেরহাটে বাংলাদেশ জমইয়ামে হিজবুল্লাহ কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর