রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

জান্নাতের খোঁজে : স্বজনহীন রোগীর সেবায় একটি প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

জান্নাতের খোঁজে : স্বজনহীন রোগীর সেবায় একটি প্রকল্প

যাদের নেই কোনো আত্মীয়স্বজন, সন্তানসন্ততি অথবা থেকেও নেই কেউ এসব রোগী খুঁজে খুঁজে বের করেন মুহাম্মদ রাজ। তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। ‘জান্নাতের খোঁজে’ প্রজেক্টের মাধ্যমে ইতোমধ্যে তিনি অনেক অসহায়ের মুখে হাসি ফুটিয়েছেন। মুহাম্মদ রাজ বলেন, ‘একসময় ছিলাম ভিন্নধর্মাবলম্বী। আল্লাহর অপার দয়ায় সুযোগ হয়েছে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার। মানুষের জন্য কিছু করার। তাই ইচ্ছা করেছি ক্ষুদ্র এ জীবন জান্নাতের খোঁজে মানবসেবায় কাটিয়ে দেব। বেওয়ারিশ রোগী নিয়ে কাজ করাই আমার নেশা।’ ২০২০ সালে শুরু হয় ‘জান্নাতের খোঁজে’র পথযাত্রা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর