শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

দুই দশক পর ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে দীর্ঘ দুই দশক পর নাবালিকা মেয়েকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলো রফিকুল ইসলাম (৪৫) ও শাহ আলম (৪২)। গতকাল দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা কামাল এ রায় দেন। রায় প্রদানের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশি পাহারায় তাদের জেলহাজতে নিয়ে যাওয়া হয়। মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ মে ওই নাবালিকা মিঠাপুকুর উপজেলার মুরাদপুর ইউনিয়নে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন নাবালিকার দুলাভাইসহ বাড়ির অন্যান্য পুরুষ হাটে কৃষিপণ্য বিক্রির জন্য যান।

রাতে বড় বোন রান্নার কাজে সহযোগিতার জন্য ওই নাবালিকাকে বাড়ির পাশে টিউবওয়েল থেকে পানি আনার জন্য বলেন। সে পানি আনতে গেলে রফিকুল ও শাহ আলম পেছন থেকে মুখ চেপে ধরে তাকে বাড়ির অদূরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এরই মধ্যে বড় বোন টিউবওয়ের কাছে বোনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ধর্ষিতার বড় বোনের গলার শব্দ পেয়ে রফিকুল ও শাহ আলম ধর্ষিতাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। ধর্ষিতা বাড়িতে এসে বড় বোনকে সব খুলে বললে ধর্ষিতার বাবা ২০০২ সালের ১৫ মে আদালতে রফিকুল ও শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই খলিলুর রহমান দুই আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় আট সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে  বিচারক দুজনকে দোষী সাব্যস্ত করে অপহরণের অভিযোগে যাজ্জীবন সশ্রম কারাদ  ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদে র আদেশ দেন। অন্যদিকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদ  এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। আদালত উভয় দ ই একসঙ্গে পালন করার আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খন্দকার রফিক হাসনাইন বলেন, এ রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর