শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

জাবিতে ভর্তি পরীক্ষা কাল শুরু আসনপ্রতি প্রার্থী ১৫০ জন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল। চলবে ৪ আগস্ট পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫০ জন ভর্তিচ্ছু। আগামীকাল প্রথম দিনে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা। ১ আগস্ট ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ আগস্ট ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ আগস্ট সকালে প্রথম শিফটেও এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩ আগস্ট ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ আগস্ট প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটেও এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৪ আগস্ট ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জে ইউ-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট (https://juniv-admission.org) এ পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর