শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

পিএইচডি থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বাড়তি আর্থিক সুবিধা

নিজস্ব প্রতিবেদক

পিএইচডি ডিগ্রিধারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাড়তি আর্থিক সুবিধা পাবেন। পিএইচডি ডিগ্রি নিয়ে কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলে তিনি তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। চাকরিতে থাকাকালে কোনো শিক্ষক যদি পিএইচডি ডিগ্রি অর্জন করেন, তাহলে তিনিও কর্মরত পদের বেতন অনুযায়ী অগ্রিম ওই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে গেজেটে আদেশ জারি করেছে। ২৬ জুলাই জারি করা আদেশটি বিজি প্রেসের ওয়েবসাইটে দেওয়া আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর