সিলেটে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে বারবার সময় ও সুযোগ দেওয়ার পরও নিয়মের আওতায় আসছে না। অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি সংশোধনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও তা আমলেই নিচ্ছে না প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যেই সিলেট জেলায় অবৈধ ১৬টি প্রতিষ্ঠান চিহ্নিত করেছে। গতকাল থেকে এগুলোর বিরুদ্ধে অভিযানও শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিলেটের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এর আগে চলতি বছর মে মাসে অভিযানে নামে স্বাস্থ্য বিভাগ। ওই সময় অভিযানকারী দল দেখতে পায় বিভিন্ন প্রতিষ্ঠান বছরের পর বছর লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছে। কোনো অনুমতি ছাড়াই তারা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার খুলে ব্যবসা করছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোর ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোগীদের ভুল চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার অভিযোগও ছিল স্বাস্থ্য বিভাগের কাছে। ওই সময় অভিযানকালে ১০টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সিলেট সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মে মাসে ৪৮টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ২২টির সব ধরনের কাগজপত্র সঠিক পাওয়া গিয়েছিল। আর অনিয়ম ধরা পড়েছিল ২৬টিতে। অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতির সমাধানের নির্দেশ দেওয়া হয়েছিল। ইতোমধ্যেই ১০টি প্রতিষ্ঠান তাদের সমস্যা সমাধান করায় লাইসেন্স নবায়নের জন্য সুপারিশ করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ ফের পরিদর্শনে নামলে সিলেট জেলার ১৬টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম ধরা পড়ে। তাদের আরও কিছুদিন সময় দেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু সময় ও সুযোগ পেয়েও তারা বৈধ হওয়ার প্রক্রিয়াই শুরু করেনি। এদিকে, অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে গত সোমবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। সিলেটে গতকাল শুরু হয় অভিযান। স্বাস্থ্য অধিদফতরের অভিযানকালে দেখা যায় নগরীর নবাব রোডের নিরাময় পলি ক্লিনিক ৩ বছর ধরে লাইসেন্স নবায়ন করেনি।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
তবু চলছে অবৈধ হাসপাতাল-ক্লিনিক
সিলেটে ভুল চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ বিস্তর
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর