সিলেটে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে বারবার সময় ও সুযোগ দেওয়ার পরও নিয়মের আওতায় আসছে না। অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি সংশোধনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও তা আমলেই নিচ্ছে না প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যেই সিলেট জেলায় অবৈধ ১৬টি প্রতিষ্ঠান চিহ্নিত করেছে। গতকাল থেকে এগুলোর বিরুদ্ধে অভিযানও শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিলেটের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এর আগে চলতি বছর মে মাসে অভিযানে নামে স্বাস্থ্য বিভাগ। ওই সময় অভিযানকারী দল দেখতে পায় বিভিন্ন প্রতিষ্ঠান বছরের পর বছর লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছে। কোনো অনুমতি ছাড়াই তারা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার খুলে ব্যবসা করছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোর ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোগীদের ভুল চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার অভিযোগও ছিল স্বাস্থ্য বিভাগের কাছে। ওই সময় অভিযানকালে ১০টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সিলেট সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মে মাসে ৪৮টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ২২টির সব ধরনের কাগজপত্র সঠিক পাওয়া গিয়েছিল। আর অনিয়ম ধরা পড়েছিল ২৬টিতে। অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতির সমাধানের নির্দেশ দেওয়া হয়েছিল। ইতোমধ্যেই ১০টি প্রতিষ্ঠান তাদের সমস্যা সমাধান করায় লাইসেন্স নবায়নের জন্য সুপারিশ করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ ফের পরিদর্শনে নামলে সিলেট জেলার ১৬টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম ধরা পড়ে। তাদের আরও কিছুদিন সময় দেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু সময় ও সুযোগ পেয়েও তারা বৈধ হওয়ার প্রক্রিয়াই শুরু করেনি। এদিকে, অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে গত সোমবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। সিলেটে গতকাল শুরু হয় অভিযান। স্বাস্থ্য অধিদফতরের অভিযানকালে দেখা যায় নগরীর নবাব রোডের নিরাময় পলি ক্লিনিক ৩ বছর ধরে লাইসেন্স নবায়ন করেনি।
শিরোনাম
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
তবু চলছে অবৈধ হাসপাতাল-ক্লিনিক
সিলেটে ভুল চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ বিস্তর
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর