শিরোনাম
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নাচের শুদ্ধতায় মুগ্ধ দর্শক

সাংস্কৃতিক প্রতিবেদক

নাচের শুদ্ধতায় মুগ্ধ দর্শক

শাস্ত্রীয় নাচের শুদ্ধতায় মোহিত হলো ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। অনুষ্ঠানে নাচের শুদ্ধতার ধারায় দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা। এতে ভারতীয় কত্থক ধারার ‘তারানা’য় মিলনায়তনে শুদ্ধতার চাদর বিছিয়ে দেন নৃত্যপটীয়সীরা। গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার-আইজিসিসির এই নাচের আসরে  নন্দনতত্ত্বের শৈল্পিকতা তুলে ধরেন দীপা সরকার ও তার দল। বাংলাদেশ থেকে বৃত্তি নিয়ে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলায় পড়তে যাওয়া সাবেক শিক্ষার্থীদের নৃত্যসন্ধ্যার নিয়মিত এই আয়োজন শুরু হয় গুরু বন্দনার মধ্য দিয়ে। প্রথম পর্বে অংশ নেয় মিথিলা, জবা, তিষান, পারিসা অর্থি, স্বর্ণা বর্ণা, সিলভী, ইন্দ্রানী, পূজা, মিম, অন্বেষা ও মিমি। দ্বিতীয় প্রযোজনা ‘বৈদিক মন্ত্র’ তে অংশ নেয় শিশুশিল্পী সবুজ, সোনিয়া, মারিয়া, শাকিলা ও নূপুর। এরপর ‘খেলে নন্দের দুলাল’ পরিবেশনায় মঞ্চে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক দীপা সরকারের শিক্ষার্থীরা। এই পরিবেশনায় রাধাকৃষ্ণের প্রেমের কাহিনির সঙ্গে চিত্রিত হয় বৃন্দাবনের অপূর্ব ভূ-প্রকৃতি। শোকাবহ ১৫ আগস্ট স্মরণে দীপা সরকারের দল আরও পরিবেশন করে ‘জেগেছে কোটি প্রাণ’ প্রযোজনাটি।

  এ পর্বে তারা পরিবেশন করে সিলেট-ময়মনসিংহ অঞ্চলের ফোক ধাঁচের ‘বাউল ও ধামাইল’ নৃত্য।

‘টাকডুম টাকডুম বাজাই’ প্রযোজনায় পারফর্ম করে এমএফডির শিশুরা। সবশেষে একক পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন দীপা সরকার। প্রথমে গজল ‘দরদ সে ম্যারা দামান’ ও পরে ‘তারানা’ পরিবেশন করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর