সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনায় ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের যাবজ্জীবন

পিতা-পুত্র হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার তেরোখাদায় আলোচিত পিতা-পুত্র হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলামসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- তেরোখাদা ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান দ্বীন ইসলাম, মো. আবদুর রহমান, জমির শেখ, সাইফুল ইসলাম, খালিদ শেখ, এস্কেন্দার শেখ, জসিম শেখ, হোসেন শেখ, জিয়ারুল শেখ, বাহারুল শেখ, আব্বাস শেখ, অহিদুল গাজী, খাইরুল শেখ, কেরামত মল্লিক, মাহবুর শেখ, বাবু শেখ ও নুর ইসলাম শেখ। এই মামলার অন্য দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

জানা যায়, ২০১৯ সালে ৭ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে তেরোখাদা ছাগলাদাহর পহরডাঙ্গা গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে নাঈম শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় নাঈমের পিতা পিরু মিয়া শেখকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়। আড়াই মাস পর পিরু শেখ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর