বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা চাইলেন রওশন

নিজস্ব প্রতিবেদক

বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা চাইলেন রওশন

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ রোহিঙ্গা সংকট উত্তরণে বলেন, লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশে দেশের অর্থনীতির ওপর গভীর চাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থার মধ্যে আবার মিয়ানমারের যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন ও মর্টার শেল নিক্ষেপ করেছে।

রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির সম্মেলন ২০২২ প্রস্তুতি কমিটির সভায় তিনি এ আহ্বান জানান। গতকাল রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত এ সভায় ব্যাংকক থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন- এম এ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, অধ্যাপক এম এ গোফরান, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশিদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর