রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তান আমলের কথা শুনলে এত লাগে কেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান আমলের কথা শুনলে এত লাগে কেন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ আমলের সঙ্গে পাকিস্তানের তুলনা করেছেন আমাদের মহাসচিব, এতে ওবায়দুল কাদের সাহেবদের খুব লেগেছে। পাকিস্তান আমলের কথা শুনলে আপনাদের এত লাগে কেন? আপনাদের আমলে তো বাংলাদেশে গুমের কথা জানতে পারলাম। পাকিস্তান আমলে এই কথা কখনো শুনিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। এসব দেখে সরকার এখন বিএনপির প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের সমন্বয়ে নতুন কৌশল গ্রহণ করেছে। প্রথমে বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা করে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে।

যখন তারা পারে না, তখন পুলিশ তাদের পক্ষ হয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, গুলি, টিয়ার শেল নিক্ষেপ করে। এ্যাব সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও কৃষিবিদ শামীমুর রহমান শামীমের পরিচালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক  ড. এ কে ফজলুল হক ভুইয়া। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কৃষিবিদ চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, দিদারুল আলম, নূরুন্নবী শ্যামল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর