বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কুশিয়ারার ভাঙন রোধ পরিদর্শনে সংসদীয় সাব-কমিটি

নিজস্ব প্রতিবেদক

‘হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রসমূহের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের ভাঙন রোধ প্রকল্প’ সরেজমিনে পরিদর্শনের জন্য সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট সংসদীয় সাব-কমিটি গঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২৫তম বৈঠকে এ সাব-কমিটি গঠন করা হয়। একই সঙ্গে যমুনা নদীর ডান তীরের ভাঙন থেকে গাইবান্ধা জেলার সদর উপজেলা ও গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা প্রকল্পসহ মেঘনা নদীর বাম তীর সংরক্ষণে নরসিংদী জেলার সরাইল উপজেলায় রাজাপুর নামক স্থানে চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সামশুল হক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী এবং এ এম নাঈমুর রহমান বৈঠকে অংশ নেন। এ ছাড়া বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজের গতি অব্যাহত রাখতে এর কর্মচারীদের তিন বছরের মধ্যে বদলির এবং নিজ জেলায় পোস্টিং না দেওয়ার সুপারিশ করে কমিটি। কমিটি ‘হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রসমূহের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের ভাঙন রোধ প্রকল্প’ সরেজমিনে পরিদর্শন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর