শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরায় মুখরিত বাংলা মেডএক্সপো

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় মুখরিত বাংলা মেডএক্সপো

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমে উঠেছে মেডিকেল, সার্জিক্যাল, হাসপাতাল ইকুইপমেন্ট এবং ডায়াগনস্টিক পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলা মেডএক্সপ্রো’। গতকাল প্রদর্শনীর দ্বিতীয় দিন সকাল থেকেই মেলাপ্রাঙ্গণে ভিড় করতে থাকেন চিকিৎসক, বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি। তবে বিশেষায়িত প্রদর্শনী হওয়ায় সাধারণ দর্শনার্থীর সমাগম ছিল কম। বৃহস্পতিবার আইসিসিবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ প্রদর্শনী। চলবে আজ সন্ধ্যা পর্যন্ত। প্রদর্শনীতে বিশ্বের ১৫ দেশের আড়াই হাজারের বেশি স্বাস্থ্য পেশাজীবী, ৬৫০টি ব্র্যান্ড, ৬ হাজার ট্রেড ভিজিটর ও ২৫০টির বেশি এক্সিবিউটরস অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে চিকিৎসাবিজ্ঞানের সর্বাধুনিক নানা প্রযুক্তি। প্রদর্শনীর আয়োজন করেছে ভারতের এস ডি প্রোমো মিডিয়া প্রাইভেট লিমিটেড। হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা, বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের সব আধুনিক সরঞ্জাম মিলছে প্রদর্শনীতে। মেলাপ্রাঙ্গণে কথা হয় কিশোরগঞ্জ থেকে আসা চিকিৎসক জয়ের সঙ্গে। তিনি জানান, অপারেশন থিয়েটারের জন্য আধুনিক কী কী পণ্য এসেছে তা দেখতে এসেছেন। ভালো লাগলে কথাবার্তা চূড়ান্ত করে যাবেন। আইসিসিবির ২ নম্বর হলের এম১৬৫ বুথে নিজেদের পণ্য তুলে ধরেছে ভারতের মেডিকেল অক্সিজেন গ্যাস প্লান্ট স্থাপনকারী প্রতিষ্ঠান এমভিএস ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানান, ১৯৭৭ সাল থেকে এমভিএস ইঞ্জিনিয়ারিং ৬০টির বেশি দেশে সুনামের সঙ্গে ৮ হাজারের বেশি মেডিকেল এয়ার ও গ্যাস সরঞ্জাম সরবরাহ করছে। বাংলাদেশে তাদের পরিবেশক ইজিমেডিক হেলথকেয়ার। এ প্রদর্শনীর মাধ্যমে তারা তাদের পণ্য সবার সামনে তুলে ধরতে পেরেছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর