সেবক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে এ টি এম পেয়ারুল বলেন, ‘আমি সেবা করব ৯১ লাখ ৬৩ হাজার ৭৬০ জন মানুষের। আমার সেবার আকার হবে বহুমুখী। যা ইতিপূর্বে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত ১২ দফায় উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামের মন্ত্রী, মেয়র, এমপিসহ সব স্তরের জনপ্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে উন্নয়নের রোডম্যাপ তৈরির মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত করব চট্টগ্রাম জেলা পরিষদকে। যার মধ্য দিয়ে জেলা পরিষদ হবে উন্নয়নের রোল মডেল।