বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কীটনাশক জালিয়াতির ঘটনা তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে পাথরের গুঁড়ায় রং মিশিয়ে দানাদার কীটনাশক তৈরি ও তা বাজারজাতের মাধ্যমে কৃষকের সঙ্গে জালিয়াতি করা হচ্ছে। এতে কৃষকরা যেমন প্রতারিত হচ্ছেন অন্যদিকে জমির উর্বরতাশক্তি হারাচ্ছে। ১০ দিন আগে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নে ৯৭ বস্তা নকল দানাদার কীটনাশক উদ্ধার হলেও এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই সার এখন পড়ে রয়েছে গজঘণ্টা ইউনিয়ন পরিষদে। তবে উপজেলা প্রশাসন বলছে, নকল কিংবা ভেজাল সার ও কীটনাশক প্রস্তুতকারীকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনাটি তদন্তে কমিটি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর