ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান আর নেই। গতকাল দুপুর ১২টায় ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের কন্যাদহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। দেশ স্বাধীনের পর বিএনপিতে যোগদান করেন। ঝিনাইদহ-২ আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হিসেবে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।