রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রিজার্ভের জন্য সহায়ক হবে মেইড ইন বাংলাদেশ উইক

শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান বলেছেন, ‘মেইড ইন বাংলাদেশ উইক’ দেশের চলমান রিজার্ভ সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখবে। প্রথমবারের মতো ‘মেইড ইন বাংলাদেশ উইক’ শুরু হতে যাচ্ছে কাল (আজ)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেইড ইন বাংলাদেশ উইকের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, পোশাক শিল্পের ভাবমূর্তির উন্নয়ন ও বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে সাত দিনব্যাপী এই আয়োজন। এ ধরনের আয়োজন এবারই প্রথম। সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, বিশ্ব বাজারে পণ্যের দাম কমানো যাবে না। দাম কমালে অস্তিত্ব থাকবে না। ক্যাপাসিটি ধরে রাখার জন্য দাম ধরে রাখতে হবে। আমাদের ভালো জিনিস তৈরি করতে হবে। গ্যাস বিদ্যুৎ বর্তমানে যে ক্রাইসিস চলছে তা নিয়ে সরকারের সঙ্গে কথা হচ্ছে। সরকার এগুলো সমাধান করে দেবে। এই ক্রাইসিসে বায়ারের মাঝে কনফিডেন্স দিতে হবে। বর্তমানে প্রতিটি ফ্যাক্টরিতে সোলার প্যানেল লাগানোর চেষ্টা চলছে। গার্মেন্ট শিল্পে এলসি খোলার জন্য কোনো সমস্যা হবে না। বর্তমানে মজুরি বোর্ড নিয়ে সবার সঙ্গে আলোচনা চলছে। সক্ষমতার ভিত্তিতে সরকার মজুরি নির্ধারণ করবে। বর্তমানে বিশ্বে অর্থনৈতিক ক্রাইসিস চলছে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারি। ১৪ নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ঢাকা অ্যাপারেল এক্সপো’ ও ৩৭তম বিশ্ব ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে। ১৫-১৬ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডেনিম এক্সপো, ঢাকা অ্যাপারেল সামিট, ফ্যাক্টরি ভিজিট, ফ্যাশন অ্যান্ড ফটোগ্রাফিক হেরিটেজ এক্সিবিশন। ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সাসটেইনেবল ডিজাইন অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড’, ‘মেইড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান, ‘ফ্যাশন এবং কালচার শো’ এবং মাস্টার কার্ডের উদ্বোধন। ১৭ নভেম্বর সাংবাদিকদের জন্য ফ্যাক্টরি ভিজিট এবং আইসিসিবিতে ‘দ্য সাসটেইনেবল লিডারশিপ অ্যাওয়ার্ড’ ও কালচার শো অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর উত্তরায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাফট) টেকনিক্যাল ওয়ার্কশপ অন সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন নামক কর্মশালা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পোশাকশিল্পের বিশ্বব্যাপী প্রচার, বহির্বিশ্বে নতুন বাজারে রপ্তানিসহ এ শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে এই ইভেন্ট আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ খবর