সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এসএসসি ও সমমানের ফল ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমানের ফল আগামী ২৮ নভেম্বর প্রকাশিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, চলতি মাসের শেষ দিকে ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছিল। ফল প্রকাশে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে সময় ও সানুগ্রহ চেয়ে আবেদন দেয়। মৌখিকভাবে জানতে পেরেছি, ২৮ নভেম্বর এই ফল প্রকাশ করা হতে পারে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ফলাফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি এবং বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়। ১ অক্টোবর তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয় ১০ অক্টোবর পর্যন্ত। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানে অংশ নেওয়া মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী এই ফলাফলের অপেক্ষায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর