শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে জাপার শান্তিমিছিল

নিজস্ব প্রতিবেদক

সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীতে শান্তিমিছিল করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। গতকাল  দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে শান্তিমিছিলটি শ্যামপুরের দোলাইরপাড় থেকে শুরু হয়ে পোস্তগোলা গিয়ে শেষ হয়। মিছিলে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলের আগে জুরাইনে পথসভায় সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘পল্লীবন্ধু’ এরশাদের হাতে গড়া দল জাপা সবসময় অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস রাজনীতির বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।

 মুক্তিযুদ্ধের চেতনায় ইসলামী মূল্যবোধ ও উদার গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বেগম রওশন এরশাদের অনুপ্রেরণায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে সারা দেশে গণজাগরণ গড়ে তুলবে।

আরও বক্তব্য দেন সুজন দে, শেখ মাসুক রহমান, কাউসার আহমেদ, বাবুল হোসেন মিন্টু, জাহিদ হোসেন, মনিরুজ্জামান, মো. হোসেন মিয়া, মো. স্বাধীন, জিন্নাত হোসেন ও মো. কামাল হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর