বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বরিশালের ৪৯ করদাতাকে সম্মাননা দিয়েছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগের ৬ জেলার ৪৯ জন সেরা করদাতা, দীর্ঘমেয়াদে সর্বোচ্চ করদাতা, সেরা নারী করদাতা এবং সেরা তরুণ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল সকাল ১১টায় বরিশাল নগরীর অভিজাত হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের তাদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, দীর্ঘমেয়াদে সর্বোচ্চ কর প্রদানকারী মো. দেলোয়ার হোসেন ও কামাল উদ্দিন, সর্বোচ্চ করপ্রদানকারী ৩ জন অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সত্য কৃষ্ণ পিপলাই ও শওকত হাসানুর রহমান রিমন এমপি, সর্বোচ্চ কর প্রদানকারী নারী কানিজ ফাতেমা এবং সেরা তরুণ করদাতা সোহাগ কৃষ্ণ পিপলাই। এছাড়া ৬ জেলায় ৪ ক্যাটাগরিতে ৭ জন করে আরও ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর