মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভারতে মানব পাচার চক্রের চারজন সাতক্ষীরায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভারতে নারী ও শিশু পাচার চক্রের চার সদস্যকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- মোকলেছুর রহমান, শহিদুজ্জামান বাবুল, আনারুল ইসলাম এবং কাজিরুল ইসলাম। রবিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ২০২১ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি ফাতেমার তথ্যানুসারে গত বছরের ১৯ ডিসেম্বর যশোরের কেশবপুর থেকে আবদুস সাত্তার নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি তার জবানবন্দিতে জানিয়েছেন- পাচার হওয়া ভুক্তভোগীদের তিনি মোটরসাইকেলে করে যশোর থেকে সাতক্ষীরায় মোকলেছুর রহমানের বাড়িতে রেখে আসেন।

 পরে ভারতে অবস্থান করা নজরুল ও তার সহযোগীদের সহায়তায় সে দেশে পাচার করেন। গ্রেফতার হওয়া সবাই নারী ও শিশু পাচার চক্রের সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে সাতক্ষীরা, যশোর ও নড়াইলে মানব পাচার আইনে একাধিক মামলা আছে। এ চক্রের হোতা আনোয়ার হোসেন ভারতের কারাগারে আটক আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর