মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মৌলিক চাহিদার সঙ্গে অতিরিক্ত দাবিগুলোও পূরণ করেছে সরকার : আমু

ঝালকাঠি প্রতিনিধি

মৌলিক চাহিদার সঙ্গে অতিরিক্ত দাবিগুলোও পূরণ করেছে সরকার : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে মানুষের বিভিন্ন সেবামূলক কাজ করছে সরকার। পিছিয়েপড়া মানুষদের জন্য বিভিন্ন ভাতা চালু করেছে। মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা এই পাঁচটি মৌলিক চাহিদার সঙ্গে অতিরিক্ত দাবিগুলো পূরণ করেছে সরকার। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল জেলা সমাজসেবা কমপ্লেক্সে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। পরে আমির হোসেন আমু পৌর সিটি পার্কের নব উদ্যমে যাত্রার উদ্বোধন করেন। সন্ধ্যায় ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর