শিরোনাম
রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। গতকাল দলের কেন্দ্রীয় মজলিসে শুরার চতুর্থ অধিবেশনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। আল্লামা নূরপুরী আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর প্রদক্ষেপ নিতে হবে। মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করিম জালালী. মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী, মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর