শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানো শিষ্টাচার পরিপন্থী : বাদশা

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানো কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী। ওরা বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলে, অথচ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ৩০ লাখ মানুষ হত্যা, ২ লাখ নারীর সম্ভ্রমহানির পরও যুক্তরাষ্ট্র পাকিস্তানি শাসক গোষ্ঠীর পক্ষ নিয়েছিল। দেশের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক বিষয়ে সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ। তাই মার্কিন মোড়লদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকা উচিত। গতকাল বিকালে ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পার্টির সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। সদ্য গঠিত পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কামরূল আহসান, সাদাকাত হোসেন খান বাবুল, কাজী আনোয়ারুল ইসলাম টিপু প্রমুখ।

সভায় বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি এই মূল্যস্ফীতি আরও বাড়াবে যা হরে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। সভায় খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং ঢাকা মহানগরে যানজট কমানোসহ পরিবেশবান্ধব ঢাকা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর