সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিএসএমএমইউতে সফল লিভার প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সফলভাবে লিভার প্রতিস্থাপন করা হয়েছে। গতকাল মুজিব শতবর্ষ লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের অংশ হিসেবে লিভার প্রতিস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। লিভার প্রতিস্থাপনে সেবাগ্রহীতা ও লিভারদাতা দুজনই সুস্থ আছেন বলে জানান তিনি। ১ জানুয়ারি ১২ ঘণ্টার বেশি সময় নিয়ে এ অপারেশন সম্পন্ন করা হয়। লিভার ট্রান্সপ্লান্টেশনে সহযোগিতা করেছে এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি, ভারতের লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ও অ্যানেস্থেসিয়া টিম।

সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর