রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
 সংক্ষিপ্ত

পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নেদারল্যান্ডস ও সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ইসলাম শান্তি, সাম্য ও সহিষ্ণুতার ধর্ম। মুসলমানরা অন্য ধর্মাবলম্বীদের বিশ্বাসে আঘাত করে না। কিন্তু অন্যান্য ধর্মের উগ্রবাদীরা মুসলমানদের ধৈর্য-সহ্যের পরীক্ষা নিচ্ছে। এই উগ্রবাদীরা পৃথিবীর শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি। সন্ত্রাসবাদে পরিকল্পিত উসকানি। জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের মুসলিম নেতাদের এ ব্যাপারে সোচ্চার ও জোরালো প্রতিবাদ জানাতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। কাজী মোবারক হোসেন ফরায়েজির সভাপতিত্বে বক্তব্য দেন মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, মুহাম্মদ আবদুল হাকিম, মোহাম্মদ গোলাম কিবরিয়া, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, মুহিউদ্দীন হামিদী, ম ম জিলানী, মোহাম্মদ হেলাল উদ্দিন, শামসুজ্জামান কাজল, হাবিবুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর