মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত । খেলাপি ঋণের মামলা

চট্টগ্রামে জাতীয় পার্টির দুই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খেলাপি ঋণের মামলায় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মাহজাবিন মোরশেদ চৌধুরী ও তার স্বামী জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোর্শেদ মুরাদ ইব্রাহিমসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। অন্য দুজন হলেন, সৈয়দ মোজাফফর হোসেন এবং হুমাইরা কবির। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল বলেন, অর্থঋণ আদালতে মোর্শেদ-মাহজাবিনের মালিকানাধীন আইজি নেভিগেশন লিমিটেডের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণের অভিযোগে বেসিক ব্যাংকের দুটি মামলায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৈয়দ মোজাফফর হোসেন এবং হুমাইরা কবির আইজি নেভিগেশন লিমিটেডের ডিরেক্টর। মাহজাবিন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। জানা গেছে, মোর্শেদ মুরাদ ইব্রাহিম নামে-বেনামে তার পারিবারিক বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৯৯০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। শুধু বেসিক ব্যাংকের পাওনা প্রায় ৩০০ কোটি টাকা। আত্মসাৎ করা ঋণের টাকা কিস্তিতে পরিশোধের শর্তে দুদকের মামলায় মোর্শেদ-মাহজাবিনের জামিন দেয় আদালত। কিন্তু শর্তানুযায়ী কিস্তি পরিশোধ না করা ও আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই থেকে তারা পলাতক। মোর্শেদ মুরাদ সাবেক ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালকও ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর